পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২০, ১৫:৩০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০, ১৫:৫০

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরে ডুবে আজান রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ফুলতলা পানিডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আজান ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু আজান। একসময় পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাকিবুল হাসান রাকিব শিশুটিকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/পিএল)