দ্বি-দলীয় সরকার গঠন করতে পারেন বাইডেন

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২০, ১৮:০৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০, ২৩:২৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের জন্য মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে কাজ করেছেন এমন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, বাইডেন অনেকটা দ্বি-দলীয় সরকার গঠন করতে পারেন। যেখানে ট্রাম্পের আমলের সাবেক কোনো কোনো কর্মকর্তা থাকার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ নির্বাচনি ফলাফল অনুযায়ী, গাধা প্রতীক নিয়ে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। দেশটিতে প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন পড়ে।

তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে পুননির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টর দ্বারস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এনএইচএস/জেবি)