চরফ্যাশনে উদ্ধার বিলুপ্ত প্রজাতির বন ভোঁদরটি অবমুক্ত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২০:০৪ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ২০:০১

ভোলার চরফ্যাশন উপজেলায় বিলুপ্ত প্রজাতির একটি বন ভোঁদর উদ্ধার করা হয়েছে। পরে শনিবার দুপুরে চরফ্যাশনের বন্যপ্রাণির অভয়ারণ্য বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরি বনে ভোঁদরটি অবমুক্ত করেছে বনবিভাগ।

উদ্ধার বন ভোঁদরটির গায়ের রং বাদামী কালো। যার ওজন প্রায় তিন কেজি।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার ভোরে চরফ্যাশন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে জালে আটকা পড়ে বন ভোঁদরটি। পরে পুকুর মালিক সকালে এটিকে একটি খাঁচায় বন্দি করে রাখে। এলাকার মানুষ প্রাণিটিকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় জমায়।

পরে খবর পেয়ে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন রাতেই ভোঁদরটি উদ্ধার করে বন বিভাগে এনে রাখেন।

তিনি বলেন, ‘বিলুপ্ত প্রজাতির বন ভোঁদরটি বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরির বনে অবমুক্ত করা হয়েছে। এ প্রজাতির ভোঁদর এখন আর সচরাচর দেখা যায় না। এরা সাগর-নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। নদীতে ট্রলার ও ফিশিং বোটসহ মানুষের সমাগমের কারণে ভোঁদরটি লোকালয়ে চলে এসেছে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :