ভূঞাপুরে ১০ হাজার ৫৬০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৬:১৪ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০, ১৫:৫৯

‘পুনর্বাসন ও প্রণোদনা' কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে সার ও বিভিন্ন ধরণের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে ও রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আওতায় ১০ হাজার ৫৬০ জন কৃষককে এসব সার-বীজ দেওয়া হবে।

রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, এ বছর বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ১০ হাজার ৫৬০ কৃষককে মসুর, খেসারি, গম, ভুট্টা, পেঁয়াজ, টমেটো, মরিচ, সূর্যমুখী, চিনাবাদাম, বোরো ধান ও সরিষাসহ ইত্যাদি ধরনের প্রণোদনা প্রদানসহ সার প্রদান করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :