একজনের মুক্তিযোদ্ধা সনদে অন্যজনের গেজেটভুক্তির অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:৩১ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০, ১৮:২১

ময়মনসিংহের ভালুকায় প্রকৃত মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে অন্যজন গেজেটভুক্ত হওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার সকালে পৌরসভার ‘হ্যালো ভালুকা’ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেছে প্রকৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারটি।

এসময় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চানপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ছোহরাব আলী একজন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তার স্ত্রী ফজিলা খাতুন। ভারতীয় তালিকা দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘সরকার যাচাই-বাছাই করে মুক্তিযোদ্ধাদের তালিকা করার পূর্বেই তার স্বামী মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর স্বামীর চাচাত ভাই খলিল মিয়া সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত করে আনার কথা বলে সাত হাজার টাকাসহ মুক্তিযোদ্ধার সনদপত্র নিয়ে যায়। পরে বেশ কিছুদিন পর খলিল মিয়া জানান, ছোহরাব আলীর নাম গেজেটভুক্ত করতে পারে নাই। কিন্তু টাকা এবং সনদপত্র ফেরত চাইলে সে নানা ধরনের টালবাহনা শুরু করে। কিছুদিন পর আমি জানতে পারি, খলিল ওই সনদপত্র ব্যবহার করে তার নিজ নামে গেজেট নং-৪৮০৮-তে অন্তর্ভুক্ত করে সঞ্চয়ী হিসাব নং-৩৩০৪৩০১০৪১৮৪৫ সোনালী ব্যাংক, ভালুকা শাখা থেকে ভাতা উত্তোলন করছে। প্রশাসনের কাছে আমি এবং আমার পরিবারের সদস্যরা ওই প্রতারকের এরকম গর্হিত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ছোহরাব আলীর নাম গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য কতৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।’

এছাড়া এ বিষয়ে প্রতিকার চেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :