১৫ কেজির কাতল, দাম ১৯ হাজার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২০, ১৭:০৯

পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের কাতল মাছ। পরে মাছটি ১৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।

সোমবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মাঝ পদ্মায় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ১০টার দিকে দৌলতদিয়া বাজারের দুলাল মণ্ডলের আড়ৎ থেকে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে আনিস হালদার বলেন, গত রবিবার রাত ১০টার দিকে কয়েকজন মিলে মাঝ পদ্মার দৌলতদিয়া এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে একটা ধাক্কা অনুভব করি। তখন বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেক সময় নিয়ে জাল তুলে দেখতে পাই ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকাল ১০টার দিকে দৌলতদিয়া দুলাল মণ্ডলের আড়ৎ থেকে কাতল মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭০০ টাকায় কিনেছি। ঢাকায় ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কাতল মাছটি বিক্রি করবেন বলে তিনি জানান।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মায় এ বছর ইলিশ মাছের আকাল থাকলেও ভিন্ন প্রজাতির মাছের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। ১৫ কেজি ওজনের কাতল মাছসহ অন্যান্য বড় মাছ এ বছর বেশি ধরা পড়ছে বলে জানান ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :