গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২০, ১৮:৪৭

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজন আহতও হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত রবিবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই গ্রামে আবদুল বারেকের ছেলে আবদুর রশিদ বাদী হয়ে এ অভিযোগ করেন। এতে প্রতিপক্ষের আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাদী আবদুর রশিদ ৮-১০ দিন আগে তাদের বাড়ির পাশে তার বাবার জমিতে দুই কক্ষবিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করেন। সেই থেকে তার পরিবারের লোকজন ওই ঘরে বসবাস করে আসছে। ঘটনার রাতে আবদুর রশিদের ছোটভাই আবদুস শহীদ, ছোট বোন বিলকিছ ও ভগ্নিপতি তাইজ উদ্দিন ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত দুইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দেশি অস্ত্রশস্ত্রে ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিপক্ষরা ওই ঘরে হামলা চালায়। ওইসময় তারা দা দিয়ে কুপিয়ে টিনের ঘরটি ছিন্নভিন্ন করে ফেলে। এসময় হামলাকারীদের এলাপাথারি আঘাতে আবদুস শহীদ ও তার ভগ্নিপতি তাইজ উদ্দিন আহত হন। এবং বিলকিছের সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

মামলার বাদী জানান, বিভিন্ন বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ও ভূমি জবরদখলের উদ্দেশে তারা এ হামলা চালিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :