ফাইজার-স্পুটনিকের পর মডার্নার কার্যকারিতার খবর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৯:১৯ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২০, ১৯:০১

যুক্তরাষ্ট্রের ফাইজার ও রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের পর এবার ৯০ শতাংশের বেশি কার্যকর প্রমাণ হয়েছে মডার্নার ভ্যাকসিন। এটি ৯৫ শতাংশ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি মডার্না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির অনুমোদনের জন্য আবেদন করবে তারা। খবর বিবিসি।

বিবিসি প্রতিবেদনে জানায়, প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি প্রায় ২ কোটি ভ্যাকসিন উৎপাদন করবে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ছাড়াও মডার্না অন্যান্য দেশগুলোতেও নিজেদের ভ্যাকসিনটি অনুমোদনের জন্য চেষ্টা করছেন। আগামী বছরের মধ্যে তারা সমগ্র বিশ্বে ১০০ কোটি ভ্যাকসিন উৎপাদন করার কথা জানিয়েছে।

মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা ট্যাল জেক বলেন, ‘ভ্যাকসিনটির কার্যকরিতা অবিশ্বাস্য। এটি আমাদের জন্য স্মরণীয় একটি দিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এটি মানব দেহে প্রয়োগের জন্য আবেদন করব।’

চার সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ হাজার করোনা রোগীর শরীরে ট্রায়াল হিসেবে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছিল। ট্রায়াল পরবর্তী বিশ্লেষণে দেখা যায় ভ্যাকসিনটি ৯৪.৫ শতাংশ কার্যকরী।

এর আগে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে যুক্তরাষ্ট্রের ফাইজার ভ্যাকসিনের ৯০ শতাংশ ও রাশিয়ার স্পুটিনিক-ভি ভ্যাকসিনের ৯২ শতাংশ কার্যকরিতার প্রমাণ মিলে। এসব ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহনকারীর জটিল কোন স্বাস্থ্য সমস্যা না হলেও, কোন প্রতিষ্ঠানই তাদের ভ্যাকসিনকে শতভাগ নিরাপদ হিসেবে ঘোষনা করতে পারেনি। এছাড়া ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেয়া কিছু রোগী বলছেন, ভ্যাকসিন শরীরে প্রবেশের পর তারা মাথাব্যাথা, জ্বর ও অবসাদে ভুগেছেন।

ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এনএইচএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :