সিংড়ায় তিন সহোদরের নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০, ১৭:১৫

নাটোরের সিংড়ায় তিন সহোদরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিলে যোগ দেন এলাকার পাঁচ শতাধিক মানুষ। এর আগে তারা মানববন্ধন করেন।

এলাকাবাসীর অভিযোগ, ভুলবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফা, জেহের আলী ও শাহ আলম নামে তিন ভাই এলাকার শিক্ষক, গ্রাম প্রধানসহ বেশ কিছু সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে জিম্মি করে অর্থ ও সম্পত্তি দখল করে নেয়।

অভিযোগকারীরা বলেন, বিভিন্ন এলাকায় ডাকাতি ও এক সময় বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নানা অপকর্ম করার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিল অভিযুক্তরা। সম্প্রতি তারা এলাকায় আবারো পুরানো অবস্থায় আত্মপ্রকাশ করে নির্যাতন শুরু করেছে।

বক্তব্য রাখেন ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মকছেদ আলী, শিক্ষক মোশারফ হোসেন, গ্রাম্য প্রধান আফজাল হোসেন, আব্দুল বারী, ইউপি সদস্য সৈয়দ আল ইমরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :