চাটমোহরে আগুনে দুই কৃষকের বসতঘর পুড়ে ছাই

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২০, ২১:৪৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস

পাবনার চাটমোহরে আগুনে দুই কৃষকের বসতঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার মধ্যরাতে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দুই কৃষক সম্পর্কে আপন দুই ভাই। তারা হলেন, সজনাই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে লুৎফর রহমান ও জিলহাজ হোসেন।

আগুনে ঘর হারিয়ে পরিবার নিয়ে বাকি রাতটা খোলা আকাশের নিচে কাটিয়েছেন তারা।

জানা গেছে, সোমবার রাতের খাবার শেষে লুৎফর ও জিলহাজের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে প্রথমে লুৎফর হোসেনের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে জিলহাজের ঘরেও। এতে ঘরে রক্ষিত কয়েক মণ রসুন, আসবাবপত্র, নগদ টাকাসহ আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই কৃষক। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সবাই।

চাটমোহর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ মিয়া জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় একটি টিম। কিন্তু ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আগুন নেভানো হয়েছে বলে জানানো হলে ফিরে আসা হয়। তাই ক্ষয়ক্ষতির নিরুপণ করা হয়নি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এলএ)