কালকিনিতে ফার্মেসিকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০, ২১:৪৭

মাদারীপুরের কালকিনিতে মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসি ও মাস্ক ব্যবহার না করায় একটি সেলুনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যম এ জরিমানা করেন।

ইউএনও সাংবাদিকদের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে গালীব ফার্মেসির পরিচালক বাহারউল্লাহ দীর্ঘদিন ধরে মানহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিলেন। এ বিষয়টি জানতে পেরে ইউএনও আলমগীর হোসেন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গালীব ফার্মেসির পরিচালককে ৫ হাজার টাকা ও পাশের একটি সেলুনকে মাস্ক ব্যবহার না করায় ১০০০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ইউএনও মাইকিং করে মেয়াদোত্তীর্ণ মানহীন ওষুধ পরিহার করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :