ভূঞাপুরে ব্র্যাকের মতবিনিময় সভা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৬:১১ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০, ১৫:২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিয়ে ও করোনাভাইরাস সংক্রমণরোধ, নারীদের মানবাধিকার ও আইন সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সভা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে ভূঞাপুর ব্র্যাকের এলাকা অফিস।

সভায় উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি কল্পনা রানী ভৌমিক, ভূঞাপুর ব্র্যাক এলাকা অফিসের সিনিয়র অফিসার (এইচআরএলস) গোলাম আজম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, কাজী, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত নারীরা।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :