ড. নেয়ামত উল্যা ভূঁইয়া’র নাতে রাসূল

নবী: নূরে মুজাসসাম সিরাজাম মুনির

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০, ১৫:১৯

আমি মদিনার মরু পথে হবো মুসাফির ,

আশেকে অধীর হয়ে প্রিয় নবীজির-

সৃষ্টি কুলের রহমত নবী সিরাজাম মুনির।।

যে পথের পথিক হয়ে,

তাওহীদের বাণি লয়ে

নূরের নবী সঙ্গি হতেন শত সাহাবীর-

আমি মদিনার মরু পথে হবো মুসাফির ।।

মদিনার পথে যদি হতাম ধূলিকণা,

নবিজির চরণে পেতাম নাজাতের ঠিকানা।

নবীর পাক-কদমের ভর

বইতো আমার বুকের পাঁজর

ধন্য হইতো গুনাহগার এই উম্মতের শরীর-

আমি মদিনার মরু পথে হবো মুসাফির ।।

নূর নবীজির পথে যদি হতাম কাদামাটি,

রাসূলের পরশে হইতো মাটির দেহ খাঁটি।

সেই পথেরই বাঁকে বাঁকে,

জড়িয়ে তাঁর কদম পাকে

মাধুরি ছড়াতাম নবীর চরণ ধ্বনির-

পথের ধারের খেজুর শাখে

প্রেমের শীতল দরদ মেখে

ঢাকতো ছায়ার সামিয়ানায় নবী পাকের শির-

আমি মদিনার মরু পথে হবো মুসাফির।।

দেখে ঐ কুদরতি শান

ধন্য হইত দুঃখী প্রাণ

মিলত নবীর পাক কদমের ছায়া সুনিবিড়-

আরব ভূমির মরু বুকে

ধূলো যে নিশানা আঁকে

নবিজীর কদম পাকের নূর নিশাণীর-

সেই মদিনার পথে আমি হবো মুসাফির ।।

সে পথের পুণ্য ভূমে

রাসূল পাকের চরণ চুমে

সে চরণের চিহ্ন চিনে হবো হবো রাহাগীর--

রাসূলের ইশক বুকে বেঁধে

ঘুরবো পথে কেঁদে কেঁদে

দিদার যদি মিলে আমার দুঃখের দরদীর-

আশেকে অধীর হয়ে প্রিয় নবীজির।।

দয়াল নবীর রওজা পাকে

আশেক এ-মন ছুটতে থাকে

রোজ হাশরে চাই শাফায়েত দ্বীনের কাণ্ডারির-

নূরে মুজাসসাম হে নবী সিরাজাম মুনির।।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :