রাজবাড়ীতে পদবি পরিবর্তনের দাবিতে কর্মবিরতি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২০, ২০:০৯

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

‘গ্রেড বৈষম্য নিপাত যাক-কর্মচারীরা মুক্তিপাক’এই স্লোগানে রাজবাড়ীতে গ্রেড (১১-১৬) পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবিতে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি-এর কার্যালয়ের কর্মচারীরা বুধবার চতুর্থ দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পালিত এ কর্মসূচিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ের কর্মচারীরা অংশ নেন।

এ সময় রাজবাড়ী ডিসি অফিস চত্বরে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি গোলাম পাঞ্জাতন, সেক্রেটারি আমির উদ্দিন সেখ, সহসভাপতি সুশান্ত কুমার শিকদার, সহসম্পাদক হাবীবুর রহমান ও সংগঠনের কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা আফরোজা চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)