ড. নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা

কবিতা ও জীবন

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০, ২০:২৮

জীবন কবিতা নয়; এই কথা কবিতারও জানা,

জীবনে কবিতা তবু নিত্যই করে আনাগোনা।

জীবনে মৃত্যু এসে দেয় যতো অনিবার হানা,

কবিতা অতিক্রম করে মরণের রচিত সীমানা।

আনন্দ আতংক সংকট হাহাকার শুভ সম্ভাবনা,

বিষাদ বেদনা কিংবা অসাধ্যের সাধ্য-সাধনা,

ক্রন্দন উল্লাস কিবা বিপন্নের উৎকণ্ঠা উদ্বেগ,

কবিতা ধারণ করে সকলই; বাস্তব ও আবেগ।

অরোধ্য মৃত্যুর কাছে যদিও জীবন মানে পরাভব,

কবিতা নিত্যানন্দে করে জীবনেরই মহা-উৎসব।

কবিতা নিয়েছে তুলে অলৌকিক আনন্দের ভার,

কবিতার দায় তাই প্রাণে প্রাণে আনন্দ সঞ্চার।

কবিতা বিযুক্ত নয়; বুকে ধরে জীবনের ক্ষণ অণুক্ষণ,

কবিতা যুক্ত করে নন্দিত কাব্যরসে জীবনে জীবন।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :