ভোলায় বাস-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ১

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৩

ভোলার দৌলতখান উপজেলায় বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে তামজিদ (১৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বাস ও মাহেন্দ্রের ১০ যাত্রী আহত হন। আহতদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে। নিহত তামজিদ দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মালেকের ছেলে। সে ঘটনার সময় ওই রাস্তার পথচারী ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে দৌলতখান ফায়ার সা‌র্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দৌলতখান বাজার থেকে যাত্রী নিয়ে চৌ‌তি ট্রভেলস নামে এক‌টি বাস ভোলার দিকে যাচ্ছিল। বাসটি ফায়ার সা‌র্ভিস স্টেশন এলাকায় আস‌লে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সাথে সংর্ঘষ হয়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তামজিদ নামে এক পথচারী বাস ও মাহেন্দ্রের চাপা পড়ে। এসময় মাহেন্দ্রটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার ফায়ার সা‌র্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পথচারী তামজিদের মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) বজলার রহমান ঘটনার সত্যাতা নি‌শ্চিত ক‌রেন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :