ব্রাহ্মণবাড়িয়ায় শিশু পার্কের উদ্বোধন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২০, ১২:৪৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০, ১৩:৩৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত শিশু পার্ক তিতাস-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের তিতাস নদীর পাড়ে নির্মিত শিশু পার্কটি উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম।

পৌর এলাকার তিতাস নদীর পাড়ে নৈসর্গিক পরিবেশে দখলবাজদের কবল থেকে ১৫ শতাংশ সরকারি ভূমি উদ্ধার করে এই শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। চারদিকে বাউন্ডারি দেয়াল দিয়ে শিশু পার্কটিতে বর্তমানে শিশুদের খেলার জন্য ছয়টি রাইডার বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও রাইডার বসানো হবে। উদ্বোধনী দিনে পার্কটিতে ছিল শিশুদের উপচেপড়া ভিড়। শিশুরা বিভিন্ন রাইডারে খেলায় মেতে উঠে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/কেএম)