বিএসএমএমইউয়ে ফিস্টুলা সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৬:০৫ | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৫:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জেনারেল অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকলোজি (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) বিভাগের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র, ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার অ্যান্ড ক্লাসরুম, স্কিল ল্যাব, আইটি অ্যান্ড মাল্টিপারপাস রুমের উদ্বোধন করা হয়।

বুধবার বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এটি উদ্বোধন করেন।

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের উদ্যোগে তিনটি বিশেষ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সি ব্লকের ৮ম তলায় ওই বিভাগের ক্লাসরুমে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ, দূরদৃষ্টিসম্পন্ন বাস্তবমুখী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা যেমন সচল রয়েছে, আবার করোনাভাইরাস সংক্রমণও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি। যথা সময়ে লকডাউন নিশ্চিত করা, প্রণোদনা প্যাকেজ ঘোষণা, স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত নির্দেশনা প্রদান, জনগণের সুরক্ষা ও রোগীদের সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অব্যাহত নির্দেশনার কারণে বিশ্বব্যাপী করোনা মহামারীর মাঝেও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

উপাচার্য আরো বলেন, রোগীদের সেবাদানই চিকিৎসকদের প্রধান কাজ। গবেষণার উপরও বিশেষ গুরুত্ব দিতে হবে। উপাচার্য তার বক্তব্যে করোনার মাঝেও ওটিসহ বিএসএমএমইউয়ের জেনারেল অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকলোজি (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) বিভাগের সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখায় ওই বিভাগের সকল চিকিৎসককে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ হেল্থ রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি, সময় টিভি সিনিয়র রিপোর্টার মুজাহিদ শুভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর জেনারেল অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকলোজি বিভাগের চেয়ারম্যানতৃপ্তি রানী দাশ।

অনুষ্ঠানে ‘কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা’ বিষয়ক তথ্যসমৃদ্ধ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকলোজি বিভাগের সহযোগী অধ্যাপক শিউলী চৌধুরী। প্রসবজনিত ফিস্টুলার বিষয়ে তথ্যসমৃদ্ধ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর উপদেষ্টা ড. শেখ নাজমুল হুদা।

এছাড়াও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনারেল অবসটেট্রিকস এন্ড গাইনোকলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এএ /কেআর)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :