জোয়াচিম লোয়ে’র উপরই আস্থা রাখছে জার্মানি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৬:৫২

স্পেনের কাছে ছয় গোল খেয়েছে জার্মানি, ১৯৩১ সালের পর এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। আর প্রতিযোগিতামূলক ম্যাচে এমন হার কখনো দেখতে হয়নি তাদের। তবে এমন হারের পরও জোয়াচিম লোর ওপর পুরোপুরি আস্থা আছে বলে জানিয়ে দিলেন জার্মানি জাতীয় দলের পরিচালক অলিভিয়ের বিয়েরহফ।

২০১৮ সালে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর এমন চাপে পড়েছিলেন লো। শেষ পর্যন্ত সে যাত্রা চাকুরি টিকে যায় তার। দুই বছরের মধ্যে লক্ষণীয় কোনো উন্নতি ঘটাতে পারেননি দলের, এবার স্পেনের কাছে ছয় গোল খেয়ে বিপর্যয়ের ষোলকলাই পুর্ণ হলো।

এমন একটা পরাজয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল লোয়ের কাছে, চাকুরি টিকিয়ে রাখতে পারবে বলে মনে করেন? জার্মানি কোচ প্রশ্নটা এড়িয়ে বলেছেন, সেটার জবাব তার কাছে নেই। তবে যার কাছে আছে, তিনি আশ্বস্ত করেছেন লো কে। জার্মানির সাবেক স্ট্রাইকার ও জাতীয় দলের পরিচালক বিয়েরহফ সরাসরি বলেছেন, লোর ওপর থেকে এখনই আস্থা হারাচ্ছেন না তারা, ‘অবশ্যই আমরা অর ওপরেই আস্থা রাখছি। একটা খেলায় কিছু বদলে যাবে না। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

বিয়েরহফ পরিষ্কার করে দিয়েছেন, ইউরো পর্যন্ত জার্মানির কোচ থাকছেন লো-ই, ‘আপনি যখন একটা জাতীয় দলের দায়িত্ব নেবেন তখন আপনাকে টুর্নামেন্ট থেকে টুর্নামেন্ট পরিকল্পনা করতে হবে। আমাদের পরের ইউরোতে সর্বোচ্চ সাফল্য পেতে হবে।’

তবে কালকের পরাজয়টা ২০১৪ সালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের সঙ্গে তুলনা করেছেন লো, ‘২০১৪ সালে ব্রাজিলের সবকিছু যেমন আমাদের বিপক্ষে ভেঙে পড়েছিল কালও তেমন হয়েছে। আশা করব একটা শুধু একটা ম্যাচ, এখন আমাদের এই ম্যাচে কী কী ভুল হয়েছে সেটা দেখতে হবে।’

কিন্তু এমন একটা পরাজয়ের পর লো কি ভাবছেন? জার্মান কোচ বললেন, অতি আত্মবিশ্বাসটাই কাল হয়েছে তাদের, ‘আমরা বেশি সাহসী হতে গিয়েছিলাম। কিন্তু কিছুই কাজ করেনি। ১-০ গোলে পিছিয়ে যাওয়ার পরেই আমরা সব পরিকল্পনা থেকে সরে এসেছি। আমরা পজিশন, জায়গা সব ছেড়ে দিয়েছি। কোনো রকমের শৃঙ্খলা, কোনো সমন্বয় কিছুই ছিল না। সবকিছুই ভুল হয়েছে। এটা ছিল অনেক, অনেক অন্ধকার একটা রাত।’

এমনিতেই কাল চোটের জন্য ছিলেন না কিমিখ, করোনা ভাইরাসের জন্য ছিলেন না হ্যাভার্টজ। কিন্তু পরীক্ষিত অনেককেই রেখেছিলেন লো। তবে প্রশ্ন উঠেছে গত বছর জাতীয় দল থেকে মুলার, বোয়াটেং, হামেলসদের বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল কি না। লো একরকম বলেই দিয়েছেন, এই তিন জনের জার্মান ক্যারিয়ার শেষ হয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :