উরুগুয়ে শিবিরে আরো ৭ জন করোনায় আক্রান্ত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বুধবার আরো সাতজনের কোভিড-১৯ আক্রান্তের খবর নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে আসা দলটির এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১।

নতুন আক্রান্তদের মধ্যে দুজন খেলোয়াড় ও পাঁচজন কর্মকর্তা রয়েছে। মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে মন্টিভিডিওতে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত হয় উরুগুয়ে। এই ম্যাচের পরপরই উরুগুয়ের ক্লাব রেনটিসটাসের এ্যালেক্সিস রোলিন ও লস এ্যাঞ্জেলস এফসি’র দিয়েগো রোসি ছাড়াও পাঁচজন কর্মকর্তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘তারা সবাই ভাল আছে এবং ইতোমধ্যেই সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে আক্রান্ত হয়েছিলেন তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, বদলী গোলরক্ষক রডরিগো মুনোজ ও ক্লাবের মুখপাত্র মাটিয়াস ফারাল। এর আগে শনিবার ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফুল-ব্যাক মাটিয়াস ভিনার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিল উরুগুয়ে ফেডারেশন।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এআইএ)