মুজিববর্ষে ঘর উপহার পাচ্ছে কাপাসিয়ার ২৫ পরিবার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৮:৪৩

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়ায় বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশি গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি।

কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম জানান, মুজিব শতবর্ষ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাপাসিয়া উপজেলার একশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ২৫টি ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদর ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :