ঝিনাইদহে সীমান্তে নারী-শিশুসহ আটক ৭

প্রকাশ | ২০ নভেম্বর ২০২০, ১৪:০৭

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ সাতজনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার সকালে বিজিবি পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পাটেরপাড় গ্রামের আলমাস শেখ, তার স্ত্রী রেশমা বেগম, ভাই শেখ আফজাল, শেখ আফজালের স্ত্রী মিম বেগম, ছেলে রবিউল ইসলাম, আলমাস শেখের মেয়ে রিমা আক্তার ও পিরোজপুরের নাজিরপুর গ্রামের গাফফার খানের মেয়ে রোমানা আক্তার।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান জানান, কয়েকজন বাংলাদেশী সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/পিএল)