সাংসদ হেলালের মায়ের জন্য টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল

প্রকাশ | ২০ নভেম্বর ২০২০, ১৭:৫৮

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাই শেখ আবু নাসেরের সহধর্মিণী, সাংসদ শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাউদ্দিন জুয়েলের মা রাজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার জুমা নামাজের পর বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স মসজিদে এ মাহফিল হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রাজিয়া নাসের ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুলআলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, মেয়র শেখ আহমেদ হোসেন মির্জাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/পিএল)