কোম্পানীগঞ্জে ডাকাতদলের সদস্যসহ দুইজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ১৮:৩৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য মিজানুর রহমান রুবেল ও মাদককারবারি আবদুল শক্কুরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শক্কুরের থেকে ৫০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদককারবারি আবদুল শক্কুর উপজেলার রামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছমদ আলী মিয়াজী বাড়ির বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য মিজানুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। তিনি ২০১৮ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল। একইসময় উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে ৫০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি আবদুল শক্কুরকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :