ধোনির লম্বা চুল পছন্দ ছিল না স্ত্রী সাক্ষীর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৯:৪১ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ১৯:৩৮

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকে মহেন্দ্র সিং ধোনির ট্রেড মার্ক ছিল দুইটি। হেলিকপ্টার শট এবং ঘাড় ছাপিয়ে যাওয়া চুল। শুরুর দিনের সেই অকুতোভয় ধোনির এক অনন্য স্টাইল ছিল ওই কেশবিন্যাস। কিন্তু হায়! ধোনির সেই পুরনো চুল একেবারেই পছন্দ নয় খোদ ধোনির স্ত্রী সাক্ষী ধোনির!‌

বৃহস্পতিবার ছিল সাক্ষীর ৩২তম জন্মদিন। সেই উপলক্ষেই চেন্নাই সুপার কিংস একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ধোনি-পত্নীকে পরিষ্কার বলতে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে আলাপের সময় যদি ধোনির ওই হেয়ারস্টাইল থাকত, তাহলে তিনি ঘুরেও তাকাতেন না। ওই চুল তাঁর এতটাই অপছন্দের।

সাক্ষীর কথায়, ‘ভাগ্যিস আমি ওকে ওই লম্বা চুলে দেখিনি। ওই কমলা লম্বা চুল থাকার সময় যদি ওর সঙ্গে আলাপ হত, তাহলে আমি ঘুরেও তাকাতাম না। আরে সৌন্দর্যের একটা ব্যাপার থাকবে তো। ওটা জনকে (আব্রাহাম) মানায়। কিন্তু ধোনিকে? একে তো লম্বা চুল, তার উপর ওই কমলা রং.‌.‌.‌।’‌

ওই ভিডিওতে ধোনির দীর্ঘ চুল নিয়ে কথা বলার পাশাপাশি সাক্ষী এও জানিয়ে দিয়েছেন যে, তিনি স্বামীর সঙ্গে ক্রিকেট নিয়ে বেশি কথা বলেন না। সাক্ষী পরিষ্কার বলেছেন, ‘আমরা ক্রিকেট নিয়ে কথা বলি না। ওটা ওর পেশা।’

পাশাপাশি তিনি এও বলেন, আর সকলের কাছে যতই ‘কুল’ থাকুন না কেন, ধোনি কিন্তু স্ত্রীর সামনে এসে অনেক সময়ই মেজাজ হারান। সেকথা বলতে গিয়ে অকপট সাক্ষী, ‘ও সবকিছুতেই এত ঠান্ডা। কিন্তু আমিই কেবল ওকে রাগিয়ে দিতে পারি। কেননা আমি ওর সবচেয়ে কাছের।’

মেয়ে জিভার সঙ্গে বাবা ধোনির সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ভিডিওতে সাক্ষীকে বলতে শোনা যায়, ‘মেয়ে তো খালি ওর কথাই শোনে। আমাকে কতবার খাবার নিয়ে জিভাকে খেয়ে নিতে বলতে হয়। অথচ ধোনি ওকে একবার বললেই হল। অমনি খেয়ে নেবে চুপচাপ।’

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :