গুমের সংস্কৃতি দিয়ে সরকার টিকে আছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ২৩:০১

সরকার গুম, ভয় দেখিয়ে জনগণের ওপর নির্যাতন করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম আর ভয়ের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে।

আজ শুক্রবার বিকালে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, `গত এক দশক ধরে আমরা দেখেছি, যেহেতু তারা (সরকার) জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই কারণে তারা গুমের সংস্কৃতি চালু রেখে, ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর নির্যাতন করছে। এই গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে।’

সরকারের উদ্দেশ্য সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, `উদ্দেশ্য একটাই- যাতে সরকারের অপকর্মের সমালোচনা করা না যায়, সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই ভীতি সৃষ্টি করা যায় গুম দিয়ে।’ এতে বাংলাদেশের ভাবমূর্তি প্রচণ্ডভাবে বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

যারা গুম হয়েছে তাদের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় আছে, দলের নেতারাও উদ্বিগ্ন আছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি সরকারের কাছে আহ্বান জানাব, কোনো ব্যক্তি যদি নিখোঁজ হয়, তার দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের। কেউ হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়েছে, তারপর সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যাবে, কোন দেশে বাস করছি আমরা?’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে রাজনীতি করার জন্য যদি মানুষকে গুম হয়ে যেতে হয়, ভিন্নমত পোষণ করার জন্য যদি গুম হতে হয়, তাহলে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।’

দেশে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে এবং বর্তমান নির্বাচনের প্রতি মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘সরকারের বংশবদ নির্বাচন কমিশন একটা নির্বাচনও সুষ্ঠু করতে পারেনি।‘

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র বন্ধের যে প্রক্রিয়া চলছে, তাকে বন্ধ করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এটা শুধু বিএনপির একার দায়িত্ব নয়, এ জন্য সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :