উগান্ডায় সহিংস বিক্ষোভ, তিন দিনে নিহত ৩৭

প্রকাশ | ২১ নভেম্বর ২০২০, ০৮:৫৯

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ নির্বাচনের আগে দেশটির প্রেসিডেন্ট প্রার্থী বব ওয়েইনকে গ্রেফতারের ঘটনায় শুরু হওয়া এই বিক্ষোভ আরও ভয়াবহ আাকার নিয়েছেণ। গত তিনদিনের সহিংস বিক্ষোভে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। খবর বিবিসির

খবরে বলা হয়েছে, বিক্ষোভে ত্রিমুখী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ৩৭ লোক নিহতের পাশাপাশি বহু লোক আহত হয়েছেন। তাদের মধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও রয়েছেন।

এর আগে গত বুধবার নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মানায় গ্রেফতার করা হয় ৩৮ বছর বয়সী বব ওয়েইনকে। দেশটির ব্যাপক জনপ্রিয় পপ তারকা তিনি। যুবকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি নির্বাচনে জয়ী হওয়ার মতো অবস্থানে ছিলেন। গ্রেফতারের পর আদালত তাকে জামিন দিয়েছে। তবে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।

ঢাকা টাইমস/২১নভেম্বর/একে