মেসি বার্সেলোনাতেই থাকুক: গার্দিওলা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১২:০৬ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১১:৪১

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন মোড় এনে দিলেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সঙ্গে বৃহস্পতিবারই আরও দুই বছরের জন্য চুক্তি করেছেন তিনি। গোটা বিশ্ব জুড়ে আগ্রহ তৈরি হয়েছে, সম্পর্ক খারাপ হয়ে পড়ায় বার্সেলোনা ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি? গরিষ্ঠ অংশের বিশ্বাস, তিনি পুরনো গুরু গার্দিওলার অধীনেই খেলবেন ম্যান সিটিতে।

কিন্তু গার্দিওলার মন্তব্য, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি চাই বার্সেলোনাতেই থাকুক মেসি। ও বার্সেলোনারই খেলোয়াড়। আমি হাজার বার বলেছি। ভক্ত হিসেবে আমি চাইব, ও বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করুক।’

গত আগস্টেই বার্সেলোনাকে আইনসিদ্ধভাবে মেসি জানিয়ে দেন, তিনি ক্লাব ছাড়তে চান। কিন্তু ‘ফ্রি’ ট্রান্সফারের রাস্তা আটকে দেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।

ডামাডোলের মধ্যে সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বার্তোমেউ। কিন্তু এখনও প্রতিনিয়ত মেসি বনাম বার্সা সংঘাত লেগেই রয়েছে। সেই কারণেই সম্ভাবনা জোরালো হচ্ছে যে, বার্সেলোনায় মেসির ক্যারিয়ার শেষের দিকে।

গার্দিওলা বলেছেন, ‘ওর চুক্তি এ বছরেই শেষ হয়ে যাচ্ছে। তার পরে কী হবে আমি জানি না।’

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :