মাওলানা সারোয়ার সাঈদীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১২:৩২ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১১:৪৪

জনপ্রিয় ধর্মীয় আলোচক, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীরসাহেব গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী।

তিনি বলেন, ভোররাত ৪টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কিছুদিন আগেও তিনি মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও পরে জানা যায় তিনি বেঁচে আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এবার ভক্তদের কাঁদিয়ে তিনি পাড়ি জমালেন পরপারে।

মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ছিলেন একজন সুপরিচিত আলেম। তিনি সুবক্তাও ছিলেন। ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর তার আলোচনা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে।

তার মৃত্যুতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। তার বিভিন্ন সময়ের আলোচনার উদ্ধৃতি তুলে ধরছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/বিইউ/একে)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :