একজনের কারণে লকডাউনে ১৭ লাখ মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৩:৩৬ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১২:৩৪

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই নানা অবাক করা ঘটনা সামনে এসেছে। করোনার ভয়ে নানা পদক্ষেপ নিতেও দেখা গেছে। তবে অস্ট্রেলিয়ার একটি অঙ্গরাজ্যে যে ঘটনা ঘটেছে তা সবাইকে অবাক করবে। সেখানে একজনের কারণে লকডাউনের কবলে পড়েছেন ১৭ লাখ মানুষ।

বিবিসির খবরে বলা হয়েছে, সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্য করোনা সংক্রমণ রুখতে বরবারই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশ কয়েকদিন ধরে করোনার বিধিনিষেধ কিছুটি শিথিল ছিল। সম্প্রতি সেখানকার একটি পিৎজা শপের কর্মী করোনায় আক্রান্ত হন। কিন্তু তিনি তার করোনা আক্রান্ত হওয়ার খবর কাউকে জানাননি। করোনা নিয়েই দায়িত্ব পালন করেন ওই পিৎজাকর্মী। এতে তার সংস্পর্শে আসেন অনেক ক্রেতাও।

পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে বাধ্যতামূলক লকডাউন ঘোষণা করে প্রশাসন। গত বুধবার থেকে সেখানে বাধ্যতামূলক লকডাউন চলছে। রবিবার শেষ হচ্ছে ছয়দিনের লকডাউন।

রাজ্যের মুখ্যমন্ত্রী স্টিভেন মার্শাল জানিয়েছেন, আগামী ৬ দিন লকডাউন কার্যকর থাকবে। তবে করোনা নিয়ে এমন অবহেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মার্শাল বলেন, ‘এক ব্যক্তির কর্মকাণ্ডে আমরা একেবারেই হতাশ। আপনারা দেখতেই পাচ্ছেন তার মিথ্যা কথার কি পরিণতি হলো। তবে এই ঘটনা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার গ্র্যান্ট স্টিভেন্স, পিৎজা বারটিকে সংক্রমণের কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন। যদিও ওই ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তিনি। পিৎজা বারকে কেন্দ্র করে যারা সংস্পর্শে এসেছিলেন তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ঢাকা টাইমস/২১নভেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ৩৪ কোটি রুপির তহবিল

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

ইসরায়েলে ইরানি হামলার জন্য দায়ী নেতানিয়াহু: এরদোয়ান

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি সু চি 

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আরব আমিরাত, ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু  

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইইউ

এই বিভাগের সব খবর

শিরোনাম :