বাসে আগুন দেয়ার মামলায় ৩ বিএনপিকর্মী আটক

প্রকাশ | ২১ নভেম্বর ২০২০, ১৪:২২ | আপডেট: ২১ নভেম্বর ২০২০, ১৪:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পল্টনসহ ঢাকার বিভিন্ন স্থানে ১১টি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে তারা সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। শনিবার ভোরে তাদেরকে আটক করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

আটককৃতরা হলেন- পল্টন যুবদল নেতা মো. লিয়ন হক, কাজী রেজাউল হক বাবু ও মো. আজাদ। তাদের সবাইকে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ ও সিসি ক্যামেরার সূত্র ধরে শনাক্ত করা হয়।

কে এম হাফিজ আক্তার বলেন, উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অরাজকতা তৈরি করতেই এ হামলাগুলো করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতৃস্থানীয়দের নির্দেশেই অরাজকতা, সহিংসতা সৃষ্টি করতে গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে।

গাড়িতে আগুন দেয়ার মাস্টারমাইন্ডদেরও খুঁজে বের করা হবে বলে জানান ডিবি কর্মকর্তা। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা টাইমস/২১নভেম্বর/একে