এলপিএলে করোনা ধাক্কা

প্রকাশ | ২১ নভেম্বর ২০২০, ১৪:৪৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২০, ১৫:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়াতে পারেনি। তার আগে একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে এলপিএল।

আসন্ন আসর থেকে ইতোমধ্যে বিশ্বের নামিদামি ক্রিকেটাররা নিজেদের সরিয়ে নিচ্ছেন। এবার করোনা ধাক্কা খেল এলপিএল। করোনায় আক্রান্ত হয়েছেন দুজন ক্রিকেটার। এরা হলেন- পাকিস্তানের সোহেল তানভীর ও কানাডিয়ান ব্যাটসম্যান রবিন্দরপাল সিং।

ক্যান্ডি তাস্কার্সের দলে আছেন তানভীর। আর কলম্বো কিংসের খেলোয়াড় রবিন্দরপাল। শ্রীলংকায় পৌঁছানোর পর তাদের করোনা পরীক্ষা করা হয়েছিল। তানভীর- রবিন্দরপালের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাদের করোনা রিপোর্টের ফলাফল নিশ্চিত করেছে দুটি ফ্র্যাঞ্চাইজি।

তানভীর-রবিন্দরপালকে এলপিএলের অন্যান্য খেলোয়াড় ও স্টাফদের থেকে আলাদা হোটেলে ভিন্ন ভিন্ন রুমে আইসোলেশনে রাখা হয়েছে।

ইতোমধ্যে এলপিএলের প্রথম আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল, রবি বোপারা, সরফরাজ আহমেদ, ডেভিড মিলার, ফাফ ডু প্লেসিস, ডেভিড মালান, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেটের মত তারকারা।

সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে এবারের এলপিএল। শেষ হবে ১৭ ডিসেম্বর।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)