রাষ্ট্রীয় মালিকানায় চিনিকল চালু রাখার দাবিতে রাজশাহীতে সমাবেশ

প্রকাশ | ২১ নভেম্বর ২০২০, ১৮:১৭

ব্যুরো প্রধান, রাজশাহী

দেশের সবকটি চিনিকল রাষ্ট্রীয় মালিকানায় চালু রাখার দাবিতে রাজশাহীতে সমাবেশ হয়েছে। শনিবার সকালে রাজশাহী চিনিকলে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিশিল্প আখ চাষি ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দেশের ১৫টি চিনিকলের মধ্যে ১০টি বেসরকারি মালিকানায় দিয়ে দেয়ার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান। সভা পরিচালনা করেন সহ-সভাপতি মেসবাউল ইসলাম।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী, রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনতাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চাষি কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি শামসুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)