ডা. শুভ বালিকা বিদ্যালয়টি চালুর দাবি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১৮:২১

ময়মনসিংহের শম্ভুগঞ্জ টোলঘরের পাশে ৩১, ৩২, ৩৩ নং ওয়ার্ড ও উপজেলার ৬, ৭ নং ইউনিয়নের সর্বস্তরের জনগণ শনিবার বিকালে মানববন্ধন করেছেন। সিটি কর্পোরেশন গত ৯ অক্টোবর জায়গাটি আদালতের আদেশ পেয়ে ভেঙে দখলে নিয়েছে।

বিদ্যালয়টি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রয়াত ছেলে ডা. শুভর নামে ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. শুভ বালিকা উচ্চ বিদ্যালয়টি রাজনৈতিক হিংসার কারণে ভেঙে ফেলা হয়েছে। বক্তারা সিটি মেয়র ইকরামুল হক টিটুর নিকট জোড়ালো দাবি জানান, স্কুলটি আবার চালু করে দেয়ার জন্য।

এসময় বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, সালাউদ্দিন মাহমুদ সোহাগ, হাসান সরকার, মাহাবুবুল আলম, রিয়াজুল ইসলাম রাসেল, জিয়াউল হক ইসরাক, শাহাব উদ্দিন, হেলাল উদ্দিন, শামছুর রহমান, তোতা মিয়া পিন্টু সরকার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সাধারণ জনগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :