লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ২০:০১

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার মেশিন ও বালু তোলার পাইপসহ সরঞ্জামাদি ও পাঁচ হাজার ঘনফুট বালু জব্দ করেছে পদুয়া বনবিভাগ।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা মধু ফকির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম।

বনরেঞ্জ কর্মকর্তা বলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকা থেকে কিছুদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশে বনবিভাগের টিম নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি জব্দ করি।

এ সময় ৫ হাজার ঘনফুট জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় টংকাবর্তী বিট কর্মকর্তা মুহাম্মদ নাজির উদ্দিনসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :