গান্ধী পুরস্কার পাওয়ায় সোনালী ব্যাংকের পরিচালককে সংবর্ধনা

প্রকাশ | ২১ নভেম্বর ২০২০, ২২:৩৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২০, ২২:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আন্তর্জাতিক সম্মাননা 'গান্ধী পুরস্কার' পাওয়ায় সহকর্মীদের সংবর্ধনা পেলেন সোনালী ব্যাংকের পরিচালক ড. দৌলতুন্নাহার।

 

শনিবার বিকালে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিঃ, প্রিন্সিপাল অফিস কমিটির পক্ষ থেকে কিশোরগঞ্জে তাকে সংবর্ধনা দেয়া হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জের কৃতী সন্তান হিসেবে এ পুরষ্কার পাওয়ায় জেলার পাশাপাশি সারাদেশের মুখ উজ্জ্বল করেছেন ড. দৌলতুন্নাহার।

 

করোনাকালে দেশের বিভিন্ন এলাকায় নিম্ন ও নিম্নমধ্যবিত্ত লোকজন এবং আক্রান্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা, চিকিৎসা, কর্মসংস্থানসহ নানাভাবে সহায়তা করেন সোনালী ব্যাংক পরিচালক।

 

তার এ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপালের গান্ধী পিস ফাউন্ডেশন- গান্ধী শান্তি পুরস্কার-২০২০  ও নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কোভিড-১৯ ফাইটার পুরস্কার দেয়া হয়।

 

ড. দৌলতুন্নাহার বলেন, ভাল কাজের স্বীকৃতি আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়৷ তবে, পুরস্কারের আশা না করে সবারই উচিত সমাজ গঠনে ও মানবতার সেবায় ভূমিকা রাখা।

 

মাদক ও অন্যান্য ক্ষতিকর কাজকর্ম থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

 

কিশোরগঞ্জ প্রিন্সিপাল অফিস শাখা সভাপতি আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিঃ কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মো. আবু সোলায়মানসহ স্থানীয় শাখার নেতৃবৃন্দ।

 

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী ব্যাংক মানবকল্যাণে আরও ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান কেন্দ্রীয় নেতারা।

 

(ঢাকাটাইমস/২১নভেম্বর/বিইউ)