গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিন মামলা, রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ১১:২৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২০, ১২:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে কিছু সময় পর আদালতে তোলা হবে। র‌্যাবের করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার বেলা ১২টার পর তাকে আদালতে নেবে বাড্ডা থানা পুলিশ। এর আগে সকালে গোল্ডেন মনিরকে র‌্যাব-৩ কার্যালয় থেকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান ঢাকা টাইমসকে বলেন, মনির হোসেনকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে তিনটি মামলা করেছে। এরপর সকালে তাকে (মনির) বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।

মামলা তিনটির একটি বিশেষ ক্ষমতা আইনে এবং বাকি দুটির একটি অস্ত্র আইনে, অপরটি মাদক আইনে। তিন মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

শুক্রবার রাত থেকে রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। রাতভর অভিযান শেষ হয় শনিবার বেলা ১১টায়। এসময় গোল্ডেন মনিরের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০০ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল, নগদ এক কোটি নয় লাখ টাকা, বিদেশি দশটি দেশের মুদ্রা (বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকা) এবং বিলাসবহুল পাঁচটি গাড়ি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএস/জেবি)