ইরান থেকে গ্যাস নিতে ইরাককে ফের ছাড় যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ১২:১৩

আন্তর্জাতিক ডেস্ক

ইরান থেকে গ্যাস আমদানির জন্য ইরাককে আবারো ছাড় দিয়েছে আমেরিকা। আগামী ৪৫ দিনের জন্য ইরাক এই নিষেধাজ্ঞা ছাড়ের সুবিধা পাবে। এর ফলে প্রতিবেশি ইরান থেকে গ্যাস আমদানি করতে ইরাকের সামনে আপাতত কোনো সমস্যা থাকছে না।

ইরাকের একজন সরকারি কর্মকর্তা এই নিষেধাজ্ঞা ছাড়ের কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতা ছাড়ার আগেই এই নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা। খবর পার্সটুডের

এর আগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকে আরো ৪৫ দিনের জন্য ইরান থেকে বিদ্যুৎ আমদানির সুযোগ দিয়েছেন। এক্ষেত্রে ইরাক প্রতিবেশী ইরানের সঙ্গে আর্থিক লেনদেনও করতে পারবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এই ছাড়ের কারণে ইরাক প্রতিবেশী ইরান থেকে তার জ্বালানি চাহিদা পূরণ করতে সক্ষম হবে। পাশাপাশি ইরাক ইরানের ওপরে জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা করবে।

ঢাকা টাইমস/২২নভেম্বর/একে