পাঁচ রুটে ফ্লাইট বন্ধই রাখছে বিমান

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ১৮:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পাঁচটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধই রাখছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান সংস্থাটি জানায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ইংল্যান্ডের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।

রবিবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু, কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। তবে বাকি রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানাবে বিমান।

কোভিড-১৯ মহামারির মধ্যে মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর জুন থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলে বিমানও ফ্লাইট পরিচালনা শুরু করে।

তবে এ পাঁচ রুটে মহামারির শুরুতে বিমান চলাচল যখন বন্ধ করা হয়েছিল, তখন থেকেই এসব রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ আছে। এ নিয়ে কয়েক দফায় এ পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়ে আসছে বিমান।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এনআই/ইএস)