ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও, পরে আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৮:৪৮

ব্যাংক থেকে টাকা তুলে কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গুনছিলেন গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মমিন (৫৫)। সঙ্গে সঙ্গে এক যুবক তার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ব্যাংকের নিরাপত্তা কর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারীকে ধাওয়া করেন। পরে স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে ব্যাংকে নিয়ে আসা হয়। পরে পুলিশ ব্যাংক থেকে ছিনতাইকারীকে আটক করে।

গফরগাঁও সদরের মধ্যবাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকে রবিবার এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীর নাম নাজমুল (৩০)। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার শাহীন মিয়ার ছেলে।

অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ম্যানেজার সিনিয়র পিন্সিপাল অফিসার সারোয়ার হোসেন তালুকদার জানান, দুপুরে আব্দুল মমিন নামে এক গ্রাহক সাড়ে ৮ হাজার টাকা উত্তোলন করে কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গুনছিলেন। এ সময় আচমকা ওই ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তখন ব্যাংকের নিরাপত্তাকর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে ব্যাংকে নিয়ে এলে আমরা ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকারের মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :