স্বাস্থ্যবিধি নিয়ে বেখেয়ালি হওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ২০:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাকালে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সম্প্রতি সবাই ‘বেখেয়ালি’ হয়ে যাওয়ায় প্রাণসংহারী এই ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তরের ‘ইনডিভিজ্যুয়াল হেলথ আইডি কার্ড ও হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রম’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবায় বাংলাদেশ অনেক দেশের তুলনায় এগিয়ে আছে। ভালো আছে। করোনাকালে ওষুধের কোনো অভাব হয়নি। আমেরিকাতে ওষুধের রেশনিং করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে ওষুধের অভাব হয়নি।’

তিনি বলেন, ‘সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেই এখনও পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও আমাদের দেশে কম। যথাপথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মৃত্যুর হার কম আর সুস্থতার হার বেশি। সংক্রমণের হারও মোটামুটি নিয়ন্ত্রণে আছে।’

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কিন্তু ইদানিং আমরা দেখছি— সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হারও একটু বাড়ছে। অর্থাৎ, আমরা একটু বেখেয়ালি হয়ে গেছি। আমরা মাস্ক সেভাবে পরছি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি না। কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু করেছে। সবাই মিলে যদি এটা মানা হয়, তাহলে করোনা নিয়ন্ত্রণে থাকবে।’

এসময় বাংলাদেশে করোনার ভ্যাকসিন প্রথম পর্যায়েই আসবে বলে আশার বাণী শোনান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। যখনই ভ্যাকসিন বাজারে আসবে, বাংলাদেশ প্রথম পর্যায়েই ভ্যাকসিন আনবে। সে ব্যবস্থা আমরা করেছি।’

(ঢাকাটাইমস/২২নভেম্বর/টিএটি/ইএস)