ঝিনাইগাতীতে গারোদের ‘ওয়ানগালা’ উৎসব

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ২০:৩২ | আপডেট: ২২ নভেম্বর ২০২০, ২০:৩৭

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের ঝিনাইগাতীতে গারো খ্রিস্টান সম্প্রদায়ের ওয়ানগালা (নবান্ন উৎসব) উৎসব উদযাপিত হয়েছে। রবিবার এ উপলক্ষে উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জায় প্রার্থনা, আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় মরিয়মনগর গির্জায় প্রার্থনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফাদার সুবল কুজুর।

ক্রিস্ট রাজার পর্ব ওয়ানগালা ২০২০ এবারের ওয়ানগালা উৎসবে নকমা নির্বাচিত করা হয় ক্লেমেন্ট ম্রং, আলেমা চিরান ও পলিনা নকরেককে। এদের উদ্যোগেই আয়োজন করা হয় এবারের ওয়ানগালা উৎসব। ২০২১ সালে এ ওয়ানগালা উৎসব উদযাপনের জন্য নকমা নির্বাচিত করা হয় আলফন চিরান, পবিত্র ম্রং ও বিজয় দিওকে।

উল্লেখ্য, গারো খ্রিস্ট সম্প্রদায়ের লোকেরা নতুন ধান কাটার পর খ্রিস্ট রাজাকে স্মরণের পর নতুন ফসলের খাবার খাবে। পরে প্রীতিভোজ শেষে স্বাস্থ্যবিধি মেনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)