রাঙ্গুনিয়ায় দগ্ধ গৃহবধূকে ঢামেকের বার্ণ ইউনিটে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ২১:৪৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পূর্ব কোদালা সন্ধীপাড়া গ্রামে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ ইয়াছমিন আক্তার সুইটিকে(২৫) শনিবার রাত পৌনে ১০টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়েছে।

এখানকার আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. পার্থ জানান, সুইটির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের কোমরের নিচের অংশ দগ্ধ হয়েছে। পুরো শরীরের পঁচিশ শতাংশ তার দগ্ধ। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সুইটির বাবা হারুন অর রশিদ জানান, সাত বছর আগে পাশের গ্রামের সলিমুল্লা রাফেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুইটির। তাদের এক সন্তান রাফি(৪)। বিয়ের প্রথমে ভালোই ছিল। সুইটির স্বামী বেকারিতে কাজ করতেন। পরে বেকার হয়ে যান। এরপর থেকে স্ত্রীর কাছে টাকা পয়সা চাইতেন, তাকে মারাধর করতেন রাফেল।

রশিদ জানান, কোনো চাকরি না থাকায় পরে আমি তাকে ডিসের ব্যবসা তৈরি করে দেই। এরপরও খেন্ত হয়নি রাফেল। প্রায়ই আমার মেয়েকে মারধর করতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আমার মেয়েকে মারাধর করে তার কোমর থেকে নিচের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

রশিদ বলেন, রাফেলকে পুলিশ গ্রেপ্তার করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :