জয়পুরহাটে গণপ্রকৌশল দিবসে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ২১:৫০

‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় শহরের সপ্নছায়া কমিউনিটি সেন্টারে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জয়পুরহাট জেলা শাখা আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি রেজাউল আলম সিদ্দীকের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জয়পুরহাট জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ নাদিম হোসেন, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠা করা হয়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :