রূপগঞ্জে একদিনে দুই খুনের ঘটনায় মামলা

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ২১:৫১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদিনে নারী ও ২৯ দিনের শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। রবিবার সকালে শিশুটির মা খাদিজা বেগম ও নারীর মেয়ে রুমানা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় পৃথক মামলা করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাদকের টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলে সাইফুল ইসলাম তার মা দেলোয়ারা বেগমকে(৫৫) শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করে টয়লেটের ভেতরে ফেলে রাখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত দেলোয়ারা বেগমের মেয়ে রুমানা বেগম বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় ছেলে সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে দেড় বছর আগে কামাল হোসেনের সঙ্গে খাদিজা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর খাদিজা বেগম গর্ভবতী হওয়ার পর কামাল হোসেনের ছেলে সন্তানের প্রত্যাশা ছিল। কিন্তু মেয়ে সন্তান জন্মের পর থেকেই স্বামী কামাল হোসেন স্ত্রী খাদিজা বেগমকে জ্বালা-যন্ত্রণা দিতেন।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকায় তাদের বাড়িতে শিশু মীম তার মায়ের কোলে উচ্চ শব্দে কান্না করলে রেগে গিয়ে বাবা কামাল হোসেন ২৯ দিনের শিশু মীমকে আছাড় দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দোলোয়ারা হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে(২৫) গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শিশু মীম হত্যা মামলার আসামি কামাল হোসেনকে(২৮) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/কেএম)