রাজধানীর বাদামতলীর ফলের আড়ত উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:০৯ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ২১:৫৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের সদরঘাট এলাকার বাদামতলীতে অবৈধভাবে গড়ে ওঠা ফলের আড়ত উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে ওই এলাকার প্রায় এক হাজারেরও বেশি দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে।

রবিবার সকালে পরিচালিত অভিযানে বিআইডব্লিটিএর কর্মকর্তারা স্কেভেটরের সাহায্যে এসব দোকান গুঁড়িয়ে দেন।

সদরঘাটের এই ফলের আড়তের কারণে পুরো এলাকাটিতে প্রায় সময় লেগে থাকত তীব্র যানজট। বিভিন্ন সময়ে জায়গাটি দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে একেবারে নদীর কোলঘেঁষে গড়ে উঠেছিল বিশাল এই ফলের আড়ত। নদীর জায়গা দখল করে গড়ে ওঠা আড়তের কারণে সৃষ্টি হতো তীব্র যানজট। বাদামতলী এলাকার মানুষের এই ভোগান্তি দীর্ঘদিনের।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা বন্ধ করে গড়ে উঠা এই আড়ৎটি দখল করে রেখেছেন স্থানীয় সংসদ সদস্য। প্রভাবশালীদের দখলে থাকা এই জায়হাটি সম্পর্কে স্থানীয়রা কখনো কিছু বলতে পারেনি।

স্থানীয়রা ভাষ্য, বারবার অভিযান চালালেও স্থায়ীভাবে সরকারি এই জায়গা দখলমুক্ত করা সম্ভব হয়নি। বারবারই দখলমুক্ত করার আগেই দখল হয়েছে। আর বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীর জায়গা উদ্ধারের পর তা স্থায়ীকরণে উদ্যোগ নেওয়া হবে।

ঢাকাটাইমস/২২নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :