গুরুতর চোটে মাঠের বাইরে পিকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ০৮:১৬

অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১০ বছর পর লা লিগায় বার্সেলনার প্রথম হারের সঙ্গে আরও অনেকগুলো দুঃসংবাদ জুটল। জেরার্ড পিকে তিন থেকে পাঁচ মাসের ছিটকে গেছেন মাঠের বাইরে। আরেক ফুটবলার সার্জি রবার্তোকেও অন্তত দুই মাসের জন্য পাবে না বার্সেলোনা।

ওয়ান্ডা মেট্রোপলিটানোতে বার্সা অ্যাতলেটিকোর কাছে হেরেছে ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে গোঁড়ালির চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন পিকে। তখনই ধারণা করা হচ্ছিল গুরুতর চোটে পড়েছেন তিনি। পরে বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে গোঁড়ালির লিগামেন্ট আংশিক ছিড়ে গেছে পিকের। পুরোপুরি সেরে উঠে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে অপেক্ষা করতে হবে তিন থেকে পাঁচ মাস। চোটের ধরনের ওপর নির্ভর করবে পিকের সেরে ওঠার সময়কাল।

একই ম্যাচের শেষদিকে রবার্তো খেলেছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। বদলি সংখ্যা শেষ হয়ে যাওয়ায় রবার্তোকে চোট নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছিল। পরে জানা গেছে থাই মাসল ক্ষতিগ্রস্থ হয়েছে তার। রবার্তো মাঠের বাইরে থাকবেন দুই মাসের জন্য।

লিগের ৮ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ হারে বার্সেলোনা আছে পয়েন্ট টেবিলের দশ নম্বরে। এর ভেতর দলের নিয়মিত দুইজন সদস্যকে লম্বা সময়ের জন্য হারিয়ে আরও চাপে পড়ে গেলেন রোনাল্ড কোমান। বার্সা কোচের কাছে পিকের রিপ্লেসমেন্ট হিসেবে আছেন রোনাল্ড আরাউহো ও স্যামুয়েল উমতিতি। আরাউহো বয়সে তরুণ, উমতিতি অভিজ্ঞ হলেও বার্সায় ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। আর রবার্তোর বদলে এখন একাদশে নিইয়মিত দেখা যেতে পারে সার্জিনো ডেস্টকে।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

কবে ঘোষণা করা হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল, জানালো বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :