টাইগ্রে বিদ্রোহীদের ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের আহ্বান

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২০, ১৭:৩০

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ দুই সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে টাইগ্রে অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইথিওপিয়া সরকার। খবর দ্যা গার্ডিয়ান।

রবিবার এক টুইট বার্তায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ অঞ্চলটির টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিদ্রোহীদের এই হুশিয়ারী দেন। টুইটে তিনি লিখেন, ‘বেধে দেওয়া সময়সীমার মধ্যে বিদ্রোহীরা যদি আত্মসমর্পণ না করেন তাহলে অঞ্চলটিতে শুরু হবে সেনা অভিযান।’

তবে প্রধানমন্ত্রীর এ ঘোষণা নিয়ে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি টিপিএলএফ। অ্যাবি আহমেদ বলেন, ‘তোমাদের পালানোর কোন পথ নেই । নিজেদের বাচাতে চাইলে আগামী ৭২ ঘন্টার মধ্যে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ কর।’ 

টাইগ্রের রাজধানী মেকেল্লে ঘিরে ফেলার পরিকল্পনা করছে ইথিওপীয় সেনাবাহিনী। ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া সরঞ্জাম মোতায়েন করা হলেও সুড়ঙ্গ খুঁড়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার হুমকি দিয়েছে বিদ্রোহীরা। স্থল ও বিমান অভিযান চালিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো একের পর এক দখলমুক্ত করে চলেছে সেনাবাহিনী। সপ্তাহব্যাপী সহিংসতায় প্রাণ গেছে হাজারও মানুষের। প্রায় তিন লাখ শরণার্থী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী সুদানে।

ইথিওপিয়া সেনাবাহিনীর মুখপাত্র কর্ণেল ডিজিনি টিসগায়া বলেছেন, ‘আমরা মেকেল্লের বেসামরিক লোককে একটি বার্তা দিতে চাই যে সেনাবাহিনীর আক্রমণ থেকে আপনারা নিজেদের রক্ষা করুন। আক্রমণের সময় আমরা কাউকে ছাড় দিব না।’   

ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এনএইচএস