এবার দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন তামিম

দিনকয়েক আগেই দল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে এবার তামিমের সুরে শোনা গেল দলকে নিয়ে বঙ্গবন্ধু টি-কাপে ভালো করার আশাবাদ। বড় মাপের খেলোয়াড় না থাকলেও দলের ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তামিম।
গণমাধ্যমের সামনে তামিম বলেন, ‘আমাদের দলে হয়তো ওরকম নামীদামী খেলোয়াড় নেই, তবে ক্রিকেটটাই এরকম একটা খেলা। সবাই যদি কাগজে-কলমে শক্তিশালী হয়ে ম্যাচ জিতে যেত বা টুর্নামেন্ট জিতে যেত তাহলে অন্য কথা ছিল। আমার যে খেলোয়াড়রা আছে তারা সবাই সামর্থ্যবান। কোনো না কোনো জায়গায় নিজেকে প্রমাণ করেছে। আমার বিশ্বাস আছে তারা ভালো করবে।’
তামিমের দাবি, তার দলের একাদশের সবাই-ই ম্যাচ জেতাতে সক্ষম। বরিশাল দলটিতে প্রাধান্য পেয়েছে তারুণ্য। তবে তরুণদের উপরই রাখতে চাইছেন আস্থা। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের মত বড় তারকার জেমকল খুলনাকে তাই ভয় পেতে নারাজ বরিশালের কাপ্তান।
তামিম জানান, ‘নিশ্চিতভাবেই কাগজে-কলমে ওরা খুবই শক্তিশালী দল। তবে আপনার দলে যে-ই থাকুক না কেন, সবচেয়ে বড় জিনিস হল খেলোয়াড়দের উপর বিশ্বাস করা, যেটা আমার আছে। আপনি হয়তো আমাদের দলে বড় নাম খুঁজে পাবেন না। কিন্তু তারা সবাই ম্যাচ জেতাতে সক্ষম।’
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এআইএ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

ব্যাটিং নিয়ে চিন্তিত নন সাকিব

বোলারদের প্রশংসায় অধিনায়ক তামিম

বড় জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল টাইগাররা

প্রত্যাবর্তনের ম্যাচে বোলিংয়ে রেকর্ড সাকিবের

অভিষেকে নিজের জাত চেনালের হাসান মাহমুদ

১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তামিম-সাকিবরা

ফের বাংলাদেশে দায়িত্ব পেলেন কৃষ্ণমূর্তি

বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আর নেই
