এবার সোয়ারিঘাটে গুড়িয়ে দেয়া হলো অবৈধ স্থাপনা

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২০, ১৮:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সদরঘাটের বাদামতলীর পর এবার সোয়ারিঘাট এলাকায় নদীর তীরের জায়গা দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিল আহমেদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পরে সোয়ারীঘাট ঘাটের পাশে নলগোলা, রাজারঘাট মৌজায় বেশ কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিটিএ।

এরআগে রবিবার দীর্ঘদিন ধরে নদী তীরের জমি দখল করে পরিচালিত ফলের আড়ত গুড়িয়ে দেয় বিআইডব্লিইউটিএ। এর একদিন অভিযান চালানো হলো সোয়ারিঘাটে।

দেখা গেছে, সরকারি জায়গা দখল করে বানানো এই এলাকায় বেশ কিছু অবৈধ স্থাপনা আগেও উচ্ছেদ করা হয়েছিল। দেড় বছর আগের সেই অভিযানের পর আবারও নতুন করে টিনশেড ঘর বানিয়েছিল দখলদাররা। সেগুলো ভেঙে দেয়া হয়।

এছাড়াও নতুন করে বসানোর সীমানা পিলারের ভেতরে আরো কয়েকটি পাকা স্থাপনা ও ভেঙে দেয়া হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. গুলজার আলী জানিয়েছেন, নতুন করে বসানো সীমানা পিলার এর ভিতরে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। ভবিষ্যতে যেন আর কেউ দখল করতে না পারে সেজন্য এসকল অভিযান সাধারণ মানুষের জন্য বার্তা।

অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য এবং বিআইডব্লিউটিএর কর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/বিইউ/ইএস)